রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামে নিজ বাড়ীতে সদ্য প্রয়াত পল্লী কবি শ্যামল কুমার দত্তের আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ই জুন বার্ধক্যজনিত কারণে ইহকাল ত্যাগ করেন কবি শ্যামল দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শ্যামল দত্ত ১৯৫১ সালে ১৩ই নভেম্বর খানখানাপুর গ্রামে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম ব্রজেন্দ্র নাথ দত্ত ও মায়ের নাম লক্ষী রানী দত্ত।
তিনি খানখানাপুর সুরাজ মোহিনী ইনিষ্টিটিউট হতে এসএসসি পাশ করেন এবং রাজবাড়ী সরকারী কলেজে স্নাতক ডিগ্রী লাভের পর বাংলাদেশ বেতারে ঢাকায় চাকুরীতে যোগদান করেন। ২০০৯ সালের ১২ই নভেম্বর বাংলাদেশ বেতার কেন্দ্রের হেড ক্লার্ক পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। অবসর জীবনে তিনি প্রচুর কবিতা লিখেছেন। যা জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার অবদান রয়েছে।
মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ কন্যা ও ১ পুত্রসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খানখানাপুরে শোকের ছায়া নেমে এসেছে।