ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
পাংশায় শিক্ষা কল্যাণ ট্রাস্ট কর্তৃক অবসরপ্রাপ্ত এক সহকারী শিক্ষককে গ্রাচুইটির চেক প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৭-০৪ ১৫:১৭:৫৭

রাজবাড়ী জেলার পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল ৪ঠা জুলাই সকালে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মিজানুর রহমানকে গ্রাচুইটির ৪ লাখ ৮৫ হাজার ২ শত টাকার চেক প্রদান করা হয়েছে।
 অনুষ্ঠানের প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মিজানুর রহমানকে গ্রাচুইটির ৪ লাখ ৮৫ হাজার ২ শত টাকার চেক প্রদানসহ তাকে ফুলেল শুভেচ্ছা জানান ।
 এর আগে শিক্ষা কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে ফুলেল শুভেচ্ছা জানায়।
 অনুষ্ঠানে পাংশা উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম শিক্ষা কল্যাণ ট্রাস্টের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের তথ্য তুলে ধরেন।
 যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, চর হরিণাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ