ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
পাংশায় ট্রাকে খোলা অবস্থায় বালু পরিবহনে পরিবেশ দূষণ
  • মোক্তার হোসেন
  • ২০২০-১০-১৬ ১৪:০৭:২৮
পাংশা উপজেলার বাজারের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দুপুরে ট্রাকে খোলা অবস্থায় বালু পরিবহন করতে দেখা যায় -মাতৃকণ্ঠ।

 রাজবাড়ী জেলার পাংশায় ট্রাকে খোলা অবস্থায় বালু পরিবহন করা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সড়কে অন্যান্যদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।
  জানা যায়, দীর্ঘদিন ধরে পাংশার হাবাসপুর ইউপিতে বেড়িবাঁধের উপর অবৈধ ভাবে বালুর ব্যবসা চলছে। সেখানে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু উঠিয়ে তা পাংশা, বালিয়াকান্দি, কুষ্টিয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে। কিন্তু ট্রাকে খোলা অবস্থায় বালু পরিবহনে পরিবেশ দূষণ হচ্ছে।
  গতকাল ১৬ই অক্টোবর দুপুরে পাংশা শহরের ব্যস্ততম সড়ক দিয়ে ট্রাকে খোলা অবস্থায় বালু পরিবহন করতে দেখা যায়। এ নিয়ে পথচারী ও দোকানদারদের মধ্যে প্রচন্ড ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়।
  এ নিয়ে ট্রাক বা লরিতে উন্মুক্ত অবস্থায় বালু, মাটি সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান সচেতন মহলের লোকজন। 

রাজবাড়ীতে শিল্প বাণিজ্য মেলা শেষে ক্ষতবিক্ষত খেলার মাঠ!
ড্রেনের ৭০ শতাংশ কাজ না করেই ৭৭.৫ শতাংশ অর্থ উত্তোলন করেছে ঠিকাদার!
 ফরিদপুরে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন॥আতঙ্কে স্থানীয়রা
সর্বশেষ সংবাদ