ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদের ঘরমুখী যাত্রীদের ভীড়
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২০-০৫-১৭ ২০:২৫:১৯
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটে ঈদের ঘরমুখী যাত্রীদের ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়েছে -মাতৃকণ্ঠ।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে ঈদের ঘরমুখী যাত্রীদের ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়েছে। ঈদের ৩/৪ দিন পূর্ব থেকে যাতায়াতের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থানে যাবে- এমন গুঞ্জন শুনে যাত্রীরা আগেভাগেই বাড়ীতে আসছেন।  
  গতকাল ১৭ই মে দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ঘাটে গিয়ে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভীড় দেখা যায়। রাজধানী ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে কর্মজীবী মানুষ দৌলতদিয়া ঘাট দিয়ে বাড়ী ফিরছে। তবে গণপরিবহন বন্ধ থাকায় তাদেরকে অতিরিক্ত ভাড়া দেয়াসহ ভোগান্তি সয়ে গন্তব্যে যেতে হচ্ছে। 
  যাত্রীরা জানান, ঈদের সময় অধিকাংশ অফিস-আদালত বন্ধ থাকবে। তাই তারা পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ীতে যাচ্ছেন। 
  বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, যাত্রীদের বেশীর ভাগই ঈদ উপলক্ষে বাড়ীতে যাচ্ছেন। সে জন্য দৌলতদিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১১টি ফেরী চলাচল করছে।
  রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যে যাত্রীরা আসছেন তাদেরকে ফিরিয়ে দেয়ার কোন নির্দেশনা নেই।

 

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
একই জমি দুইবার বিক্রির অভিযোগে প্রতারক মজিবরের বিরুদ্ধে আদালতে মামলা॥সমন জারি
অর্থনৈতিক শুমারির ২দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সর্বশেষ সংবাদ