রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মোটর সাইকেল প্রতীকের প্রার্থী সুজা উদ্দিন মৃধা গতকাল ১২ই জুলাই বিকালে মাছপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে তার নির্বাচনী ক্যাম্পে কর্মী সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
কর্মী সভার বিশেষ আকর্ষণ হিসেবে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোন্দকার জান্নাতুল ফেরদৌস বিপু চেয়ারম্যান প্রার্থী সুজা উদ্দিন মৃধাকে সমর্থন করে ভোটারদের মোটর সাইকেল প্রতীকে ভোট প্রদানের আহবান জানায়।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রার্থী সুজা উদ্দিন মৃধা, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, মাছপাড়া ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাবুল সরদার, ৪নং ওয়ার্ডের মেম্বার মোন্তাজ উদ্দিন মোল্লা, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু জাফর রেজা ও আব্দুল কাদের প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন মোক্তার হোসেন।
কর্মী সভায় মাছপাড়া ইউপির বিভিন্ন ওয়ার্ড থেকে মোটর সাইকেল প্রতীকের সমর্থিত কর্মীরা যোগ দেয়।