পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে রাজবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপন অভিযান।
গতকাল ৩১শে জুলাই সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপনের মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস,বিএএমএস।
এ উপলক্ষে রাজবাড়ী আনসার ও ভিডিপি’র ফায়ারিং মাঠ থেকে র্যালী বের করা হয়। র্যালীটি মূল ফটকের সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
অনুষ্ঠানে রাজবাড়ীর সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হোসেন, সার্কেল অ্যাডজুট্যান্ট হাওয়া খাতুন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ এবং এছাড়া রাজবাড়ী সদর আনসার ও ভিডিপি কার্যালয়ের পুরুষ ও মহিলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও ভাতাভোগী সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
জেলার ৫টি উপজেলার সাধারণ আনসার ও ভিডিপি’র সকল ভাতাভোগীদের মাঝে ফলজ, বনজ ও ভেষজ ৭০৭ টি গাছের চারা বিতরণ করা হয়।
জানা গেছে, গত ৫ই জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে এ বৃক্ষরোপন অভিযানের উদ্যোগ গ্রহণ করেছে।