ঢাকা বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
৯দফা দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের গণমিছিল
  • মীর সামসুজ্জামান/সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৮-০২ ১৫:৩৭:২৭

কোটা সংস্কারের আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৯দফা দাবীতে গতকাল ২রা আগস্ট বিকেলে রাজবাড়ী শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণমিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। 

 মিছিলে শিক্ষার্থীদের শ্লোগানে মুখরিত হতে থাকে রাজবাড়ীর রাজপথ। এ সময় নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে দেখা গেছে।

 এর আগে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার শহীদ স্মৃতি স্কুল ও বড়পুল হরিতলা মন্দিরের সামনে অবস্থান নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিকেলে সাড়ে ৩টার দিকে বড়পুল মোড়ের দিকে আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। 

 এ সময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে রাজবাড়ী শহরের প্রেসক্লাব এলাকা ঘুরে পান্না চত্ত্বর এলাকায় এসে মিছিলটি শেষ করে।

 মিছিলে ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আমার ভাই কবরে- খুনি কেন বাহিরে?’ ‘আমার শিক্ষক জেলে কেন জবাব চাই’ ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘স্বৈরাচারীর গদিতে, আগুন লাগাও এক সাথে’ ‘বুকের ভেতর অনেক ঝড়..বুক পেতেছি গুলি কর’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, সকল লাশের হিসাব কর বাংলাদেশ স্বাধীন কর’, ইত্যাদি শ্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

 তবে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারায় সাধারণ শিক্ষার্থীরা জেলা পুলিশকে ধন্যবাদ জানায়।

 আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের ৯ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা যখন যে কর্মসূচী ঘোষণা করেন, তারা সেই কর্মসূচী পালন করবেন।

 এদিকে, ছাত্রদের পূর্ব নির্ধারিত কর্মসূচীকে ঘিরে নাশকতা ঠেকাতে ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বড়পুল মোড়ে এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও বিভিন্ন মোড়ে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

 এ বিষয়ে রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের মিছিলটি সম্পূর্ণ হয়েছে। নাশকতা এড়াতে ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ রাজবাড়ী সতর্ক অবস্থানে থাকবে।

 

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ১০জনের বিরুদ্ধে কোর্টে মামলা
 ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজবাড়ী জেলার তিন শহীদের তালিকা প্রনয়ণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজবাড়ীতে রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ প্রদান
সর্বশেষ সংবাদ