সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ই আগস্ট উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ শেষে উপজেলা কোটা আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।
এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১৬ বছর পর আমাদের দেশ জুলুমের হাত থেকে স্বাধীন হয়েছে। স্বৈরাচারীর হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেই এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
তারা আরো বলেন, আমাদের দেশটা দীর্ঘ সময় ধরে অরাজকতা ও জুলুমের মধ্যে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ গত ৫ই আগস্ট আমরা সবকিছু থেকে মুক্তি পেয়েছি তার জন্য মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই জুলুমের হাত থেকে রক্ষা করতে যেসব মানুষ নিহত হয়েছেন তাদের অবদান আমরা কখনও ভুলবো না। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।