রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মহাশ্মাশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ১১ই আগস্ট রাতে মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ।
মন্দিরের সভাপতি উত্তম কুমারদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত করের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই জোয়াদ্দার, জামায়াতের সেক্রেটারী আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার মনির আযম মুন্নু, যুবদলের সাবেক সভাপতি খোন্দকার রফিকুদ্দৌল্লা বাবলু, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
তারা বলেন, বিএনপি ও জামাত নেতৃবৃন্দরা। সংখ্যালঘু বলে কোন কথা নেই। আপনারা আমাদের ভাই। আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশী, আপনাদের কোন ভয় নেই। আপনাদের সাথে আমরা সব সময় আছি, আমরা থাকবো, আপনাদের এলাকা মানে আমাদের এলাকা। আপনারা কোন ভয় পাবেন না। নির্ভয়ে আপনারা মন্দিরে পূজা অর্চনা করবেন। আপনাদের কোন ভয় নেই। আপনারা বেশির ভাগ ব্যবসায়ী, আপনারা সুন্দর ও নির্ভয়ে ব্যবসা করবেন। কেউ যদি আপনাদের কাছ থেকে কোন প্রকার চাঁদা চেয়ে থাকে, তাহলে আমাদেরকে সাথে সাথে জানাবেন। কাউকে এক টাকা চাঁদা দিতে হবে না।