ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অবসর ও বদলিজনিত চার কর্মকর্তার সংবর্ধনা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৮-১২ ১৫:১৬:১২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১২ই আগস্ট সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে অত্র দপ্তরের অবসর ও বদলি জনিত ৪জন কর্মকর্তার সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তাদের মধ্যে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন (অবসর জনিত বিদায়), অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ তোফাজ্জেল হোসেন (পদোন্নতি জনিত বিদায়), উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নাজমুল হাসান (বদলি জনিত বিদায়) ও উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আমিরুল ইসলাম (অবসর জনিত বিদায়) প্রমূখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তাদের ক্রেস্ট উপহার প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন।

 পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ