রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরে দৃশ্যমান বিভিন্ন সমস্যা নিরসনে গতকাল ১২ই আগস্ট বিকেলে ছাত্রদের সাথে বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
এ সময় তিনি পাংশা বাজারে ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের পুনর্বাসন করার ঘোষণা দেন।
পরিদর্শনকালে পাংশা পৌর মাংস বাজারের নোংরা পরিবেশ দেখে মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নির্ধারিত স্থানে গরু ও খাসি জবাই করার নির্দেশ দেন। সেই সাথে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও নির্দেশ প্রদান করেন। পরে পৌর শহরের ফল ব্যবসায়ীদের পুনর্বাসন করার জন্য স্টেশন এলকায় একটি জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পাংশার স্থানীয় ছাত্ররা তার সঙ্গে ছিলেন।
ইউএনও মোহাম্মদ জাফর চৌধুরী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, পাংশার পরিবেশ সুন্দর রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করলে ভালো হয় সে বিষয়ে ছাত্রদের একটি তালিকা করতে বলেন। তিনি বাজারের যানজট নিরসনে যেসকল শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
পরে স্টেশন চত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতা ও সকল শহীদদের স্মরণে এবং দেশের সার্বিক কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।