ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশা পৌরসভার নবনিযুক্ত প্রশাসক তারিফ-উল-হাসানের দায়িত্ব গ্রহণ
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৪-০৮-২১ ১৪:৫৩:৪৮

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।

 গতকাল ২১শে আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তারিফ-উল-হাসানকে ফুলেল অভ্যর্থনা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

 এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন প্রশাসক তারিফ-উল-হাসান। 

 এ সময় তিনি দায়িত্ব পালনকালে পাংশা পৌরসভার নাগরিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ