রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান।
গতকাল ২১শে আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পূর্বে তারিফ-উল-হাসানকে ফুলেল অভ্যর্থনা জানান পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন প্রশাসক তারিফ-উল-হাসান।
এ সময় তিনি দায়িত্ব পালনকালে পাংশা পৌরসভার নাগরিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।