ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময়
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১০-১৯ ১৪:১৫:৩৮
নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে গতকাল ১৯শে অক্টোবর বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর ভিপিকেএ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে শেরপুরের এনজিও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীতে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছে শেরপুরের এনজিও দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থা।

  গতকাল ১৯শে অক্টোবর বিকেলে রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর ভিপিকেএ ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে ব্র্যাকের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মোঃ মাহাতাব উদ্দিন খান। 

 

  মতবিনিময় সভায় ভিপিকেএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজ আল আসাদ, দরিদ্র সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, এনজিও সংযোগের পরিচালক মোঃ মাহাবুব রহমান, ব্র্যাকের টেকনিক্যাল ম্যানেজার এস.এম আফছার উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বিভিন্ন অঞ্চলের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ