র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৯শে অক্টোবর ভোর রাতে ভাঙ্গা উপজেলার ভাড়া বাসা থেকে লিটন শিকদার নামে এক প্রতারককে গ্রেফতার করে সিআইডির কাছে হস্তান্তর করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃত লিটন শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন মামলার একাধিক গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। ফরিদপুর, খুলনা, পাবনা, ঢাকা জেলায় প্রতারণা, চাঁদাবাজি, ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজির বিভিন্ন সংবাদ, ফরিদপুরের আলফাডাঙ্গার ভুক্তভোগীদের অভিযোগ পর্যালোচনা করে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতারে তৎপর হয় ফরিদপুর র্যাব ক্যাম্প। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তার অবস্থান নিশ্চিত হয় র্যাবের আভিযানিক দল। অবশেষে ভাংগা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৯/০৯/২০২০ তারিখে ডিএমপির কলাবাগান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। উক্ত মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।