রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর এক মাসের অধিক সময় কলেজে অনুপস্থিতিতে উদ্ভূত পরিস্থিতিতে কলেজের পাঠদানসহ সার্বিক কার্যক্রম অব্যাহত রাখতে কার্যকরী ভূমিকা রাখছে নবগঠিত শিক্ষক পরিষদ।
গতকাল ১লা সেপ্টেম্বর দুপুরে সরেজমিন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, গত ৮ই আগস্ট থেকে চলতি ২০২৪-২৫ শিক্ষা বছরে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান শুরুর মধ্য দিয়ে কলেজের সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। সব মিলে কলেজে প্রায় ১০ সহস্রাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক ভালো। এরই মধ্যে আবার শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।
অধ্যক্ষের বিরুদ্ধে গত ১০ই আগস্ট শিক্ষার্থীদের লিখিত অভিযোগ সমূহের মধ্যে রয়েছে, রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায় করা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে রশিদ ছাড়া অতিরিক্ত ২শত টাকা করে আদায় করা। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিকট থেকে টিউটোরিয়াল পরীক্ষার নামে ২শত টাকা করে আদায় করা। ভিন্ন ভিন্ন হিসাব অচল করে সকল অর্থ এক একাউন্টে রেখে ভুয়া ভাউচার করে অর্থ লুট করা। পৃথক প্রাচীরসহ ৪টি আধা পাকা ও ২টি পাকা কক্ষ বিশিষ্ট শিক্ষক ডরমেটরী হতে শিক্ষকদের উচ্ছেদ করে অধ্যক্ষ নিজে সপরিবারে ব্যবহার করা। নিজস্ব পিয়ন ছাড়াও কলেজের অর্থে ১জন বাবুর্চি ও ১জন একান্ত ব্যক্তিগত কর্মচারী রেখেছেন। এসিসহ সকল আসবাবপত্র ভোগ করলেও বাড়ীভাড়া সরকারী কোষাগারে প্রদান করা হয়নি। কলেজের টাকায় মাছ চাষ ছাড়াও কলেজ ক্যাম্পাসে আদা, বেগুন কলাসহ বিভিন্ন সবজি চাষ করে নিজে তার সিন্ডিকেট নিয়ে ভোগ করেন যা কলেজের আর্থিক ক্ষতি ছাড়াও অত্যন্ত দৃষ্টিকটু ও কুরুচিপূর্ণ। সদ্য বিলুপ্ত কলেজের পুরাতন মসজিদের টিন, ফ্যান, মাইক ও আইপিএসসহ সকল জিনিসপত্র অনিয়মতান্ত্রিকভাবে দখলে রাখায় মসজিদের মুসল্লিসহ স্থানীয় জনসাধারণ ক্ষুব্ধ। বিগত বিভিন্ন সময়ে কলেজের বিভিন্ন অনুষ্ঠানে তিনি আওয়ামী লীগের নেতার মতো রাজনৈতিক বক্তব্য দিতেন এবং বিরোধীদল বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সরাসরি নানান কুরুচিপূর্ণ ও অযৌক্তিক উক্তি করতেন। বিশেষ ভাবে অধ্যক্ষ উল্লেখ করতেন, জিয়াউর রহমান কোন মুক্তিযুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযুদ্ধের পরিচয়ে পাকিস্তান সরকারের গুপ্তচরবৃত্তি করেছেন। তিনি একজন খুনী। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যের কারিগর। তিনি আরো বলতেন, এখন সময় এসেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করা এবং তার দোসর বিএনপি জামাতের যথাযথ বিচারসহ তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া। ২০২৩ সালের ১৫ই আগস্ট পাংশা সরকারী কলেজের ১০৪ নং কক্ষে আয়োজিত অনুষ্ঠানসহ আরো অনেক অনুষ্ঠানে তিনি এ ধরণের অপ্রাসঙ্গিক বক্তব্য দিয়ে বর্তমানে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন। কলেজে শিক্ষার্থীরা তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিছিল মিটিংয়ে তার অপকর্মের অভিযোগ তুলে বিচার দাবী করেছেন। গত ১০ই আগস্ট শিক্ষার্থীরা এসব অভিযোগ তুলে ধরে বিচার দাবী করে।
এছাড়া গত ২০শে আগস্ট কলেজ অধ্যক্ষ বরাবর কলেজের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পেশকৃত আবেদনে শিক্ষার্থীদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, কলেজে বিগত সময়ে নানা অনিয়ম এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকায় সাধারণ শিক্ষার্থীরা নানা ভাবে হয়রানীর শিকার হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবী সমূহের মধ্যে রয়েছে, কলেজের ভর্তি ফি, অভ্যন্তরীণ পরীক্ষার ফি মাত্রাতিরিক্ত নেওয়া যাবে না। কলেজের টিউটোরিয়াল পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো রকম ফি নেওয়া যাবেনা। এছাড়া টিউটোরিয়াল পরীক্ষাগুলো মূল পরীক্ষার ন্যায় দীর্ঘ করা যাবে না। এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলো অনধিক ২০মিনিট ও জ্ঞানমূলক নৈব্যত্তিকের ভিত্তিতে হবে। পাশাপাশি টিউটোরিয়াল পরীক্ষাগুলোর সময়সূচি একসপ্তাহ আগে প্রকাশ করতে হবে। কলেজের বিভিন্ন শিক্ষক কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের হয়রানি মূলক কর্মকান্ড বন্ধ করতে হবে। কলেজের কোনো শিক্ষার্থী কলেজের বাইরে শিক্ষকদের কাছে টিউশনি বা কোচিংয়ে গেলে কলেজের শিক্ষকরা উক্ত শিক্ষার্থীর কোনো প্রকার হেনস্থা করতে পারবে না। প্রত্যেক শিক্ষার্থীর প্রাক্টিক্যাল পরীক্ষার ২৫ নম্বর নিশ্চিত করতে হবে। এবং এ বিষয়ে কোনো হয়রানি বা ভয় ভীতি প্রদর্শন করা যাবে না। বোর্ড পরীক্ষার এক মাস আগে কোনো ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে না। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষার সিলেবাস শিক্ষাবর্ষের প্রথমে সঠিকভাবে প্রদান করতে হবে। এবং পরবর্তীতে তা সংযোজন কিংবা বিয়োজন করা যাবে না। সকল পরীক্ষা আর সকল কলেজের সাথে সমন্বয় রেখে যথা সময়ে নিতে হবে এবং অতি দ্রুত সকল পরীক্ষার ফলাফল দিতে হবে। শ্রেণী কক্ষে পাঠদানের উদ্দেশ্যে শিক্ষক ব্যতীত অন্য কেউ যেতে পারবে না। যেমন- ল্যব সহকারী অথবা ডেমনস্ট্রেটর দ্বারা শ্রেণী পাঠ কার্যক্রম পরিচালনা করা যাবে না। অবিলম্বে কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। অধ্যক্ষ কলেজের প্রশাসনিক এবং উপাধ্যক্ষ কলেজের একাডেমিক দিক পরিচালনা করবেন। তবে প্রয়াজন সাপেক্ষে শিক্ষক পরিষদের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে কলেজ প্রশাসন দায়বদ্ধ থাকবে। কলেজের বিভিন্ন অনুষ্ঠান যেমন নবীনবরণ, বিদায় সংবর্ধনাসহ সকল অনুষ্ঠান পালন করতে হবে। কলেজের অভ্যন্তরে বহিরগতরা ক্লাস চলাকালীন সময় প্রবেশ করতে পারবে না। এবং কলেজের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। কলেজ চলাকালীন সময়ে কোনো সাংগঠনিক, রাজনৈতিক সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক অংশগ্রহণ করানো যাবে না। কলেজে সব ধরণের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। বোর্ড পরীক্ষায় কলেজ-কলেজে রেষারেষির দরুন শিক্ষার্থীরা যেন হয়রানীর শিকার না হয়। এবং কলেজ-কলেজে সহানুভূতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা হোক। কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য টয়লেট এবং ছাত্রীদের জন্য কমনরুমের ব্যবস্থা করতে হবে। কলেজ ক্যাম্পাসকে ধূমপান করতে হবে।
গতকাল রবিবার দুপুরে এসব বিষয়ে মতামত জানতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদ নেতৃবৃন্দ, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহের সত্যতা আছে। ১মাসের অধিক সময় অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী কলেজে অনুপস্থিত রয়েছেন। অভিযোগের জবাব ও সমস্যা সমাধানের দিক-নির্দেশনা অধ্যক্ষ দিবেন। অধ্যক্ষের অনুপস্থিতির কারণে অনেক ক্ষেত্রে আমরা (শিক্ষক পরিষদ) প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারছিনা। বিশেষ করে প্রশাসনিক ও আর্থিক বিষয়ে কার্যক্রমে জটিলতার সৃষ্টি হচ্ছে। অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সরকারী নিয়ম নীতির আলোকে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে বলেও শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ জানান।
তারা আরো বলেন, আমাদের জানা মতে কলেজে অভ্যন্তরীণ অডিট কমিটি, উন্নয়ন ও ক্রয় কমিটিসহ কোন কমিটির কার্যক্রম নেই। কলেজের ক্লাসরুটিনে যোহর নামাজের কোন বিরতি নেই। এছাড়াও কলেজে বর্তমান অনার্স দ্বিতীয়বর্ষ, নির্বাচনী পরীক্ষা ও চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা অর্থাভাবে পরিচালনা করা যাচ্ছেনা। মাষ্টাররোলের নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন পায়নি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সরাসরি নানান কুরুচিপূর্ণ ও অযৌক্তিক উক্তি করার কারনে বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে লাঞ্ছনার ভয়ে তিনি কলেজে অনুপস্থিত রয়েছেন।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতে কলেজে উপস্থিত হওয়া নিয়ে নেতৃবৃন্দের সাথে তিনি যোগাযোগ করছেন। চোখের অপারেশন জনিত মেডিকেল লিভ নেওয়ার কথা উল্লেখ করে অধ্যক্ষ বলেন, সরকারী সিস্টেমের মধ্যে যদি আমার ফল্ট থাকে তবে আমি দায়ী থাকবো। এসবের জন্য অডিট আছে, একাউন্টস অফিস আছে।
জানা যায়, গত ১৮ই আগস্ট পাংশা সরকারী কলেজে সর্ব সম্মতিক্রমে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির শিক্ষক কর্মকর্তারা হলেন- সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক(প্রশাসন) মোঃ মামুন-উর-রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক(একাডেমিক) মুহাম্মদ তোজাম্মেল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রউফ ও কোষাধ্যক্ষ মুহাম্মদ নাজির উদ্দিন। দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজে পাঠদানসহ সার্বিক কার্যক্রম অব্যাহত রাখতে কার্যকরী ভূমিকা রাখছে নবগঠিত শিক্ষক পরিষদ।
এদিকে, গত বৃহস্পতিবার-গতকাল রবিবার পর্যন্ত কলেজের প্রয়োজনীয় কাজের জন্য বিভিন্ন ফাইল নিয়ে অপেক্ষায় থেকেও ঢাকায় অধ্যক্ষের বাসায় তার সাক্ষাৎ না পেয়ে কলেজে ফিরেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রউফ। কলেজের প্রয়োজনীয় কাজে ঢাকায় গিয়ে অধ্যক্ষের সাক্ষাত না পেয়ে কলেজে ফিরে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলামকে বিস্তারিত অবহিত করেন। এসময় শিক্ষক পরিষদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে পাংশা কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ২০১৫ সালের ৮ই অক্টোবর কলেজটি জাতীয়করণ হয়।