ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে জাগ্রত ব্যবসায়ী জনতার বৃক্ষরোপণ কর্মসূচী
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৯-০৮ ১৫:০২:৫০

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু করেছে জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ নামে একটি সংগঠন। 

 গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুরে সংগঠনটির গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে গোয়ালন্দ প্রপার হাইস্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

 এ সময় জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের আমন্ত্রণে অতিথি হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজ মুন্সী, জাগ্রত কর্মী অপূর্ব সাহা দ্বিজেন, সুধীর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম জুনা, মোঃ ফরিদুল ইসলাম ও গোলাম মোস্তফা সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ