ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৯-০৯ ১৪:৫৪:১০

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৯ই সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন, পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ সালাম সিদ্দিকী প্রমূখ বক্তব্য রাখেন।

 সভায় ইউপি চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলার সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত ব্যক্ত করেন।

 এসআই তারিকুল ইসলাম বলেন, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশিং কার্যক্রম অব্যাহত রেখেছে। সমন্বিত প্রচেষ্টায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, দেড় বছরের মতো আমি পাংশাতে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছি। পাংশাতে যোগদানের আগে কিছু কথা শুনেছিলাম। কিন্তু কর্মক্ষেত্রে দেখেছি পাংশা অনেক ভালো জায়গা। প্রশাসনের কাজের ক্ষেত্রে সবার সহযোগিতা পেয়েছি।

 তিনি বলেন, আমার বর্তমানে নারায়নগঞ্জ জেলাতে বদলী হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমি পাংশাতে আছি। নতুন কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে তিনি সবার কাছে দোয়া কামনা করেন। 

 পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

 

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ