ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূলো সার-বীজ বিতরণ
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৯-১২ ১৫:৩৪:১৭

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

 গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে উপজেলা কৃষক পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২ মৌসুমে মাসকালাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রও প্রান্তিক ৬০ জন কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।

 এসব কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার হাসিবুল হাসান। 

 এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাঃ মানোবেন্দ্রো মজুমদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছাঃ নাসরিন সুলতানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 
পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ