রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির সহ-সভাপতি বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) পদে পদোন্নতি পাওয়ায় খোন্দকার রফিকুল ইসলামকে গতকাল ২২শে সেপ্টেম্বর ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় পাংশা-কালুখালী উপজেলা সমিতির সভাপতি সাবেক সচিব খোন্দকার মোঃ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মন্জুর কাদির, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল হামিদ, ড. নেহাল উদ্দিন, আব্দুল কুদ্দুস মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ ইলত্যুৎ মিশ, সমিতির সস্পাদক মন্ডলীর সদস্য এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম খান নকীব, মিন্টু, দিপু, রইছ উদ্দিনসহ সমিতির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম বর্তমানে গাজীপুর মেট্টোপলিট্রন পুলিশের কমিশনার পদে দায়িত্ব পালন করছেন।