ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
দ্বি-রাষ্ট্রীয় সমাধান ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিতের উপায়----মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৪-০৯-২৫ ১৬:৫৬:১৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হলো  ফিলিস্তিনিদের জন্য একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান, যেখানে ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

 লেবাননে ইসরাইলি হামলায় সহিংসতা বেড়ে চলার প্রেক্ষাপটে বাইডেন একা বলেন।

 জাতিসংঘ থেকে বার্তা সংস্থা জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দিতে গিয়ে গত মঙ্গলবার বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতির সময় এসেছে।

 অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের ‘নিরপরাধ বেসামরিক’ অধিবাসীরা ‘নরকের যন্ত্রণা ভোগ করছে’ উল্লেখ করে তিনি বলেন, এখন ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তিতে সম্মত হওয়ার সময়।

 এ চুক্তি ‘জিম্মিদের বাড়ি ফেরার সুযোগ পাবে এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করবে’। গাজার দুর্ভোগ কমাবে এবং এই যুদ্ধের অবসান ঘটাবে।’

 লেবাননে ইসরাইলি হামলায় একটি ‘পূর্ণ মাত্রার যুদ্ধের’ বিরুদ্ধে হুমকি সৃষ্টি হওয়া নিয়ে সতর্ক করে দিয়ে বাইডেন একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান।

 বাইডেন বলেন, ‘পূর্ণ মাত্রার যুদ্ধ কারো স্বার্থে নয়। যদিও পরিস্থিতির অবনতি হয়েছে, তবু একটি কূটনৈতিক সমাধান সম্ভব।’

 

রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
পৃথিবীর সুরক্ষায় ‘জিরো কার্বন’-ভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা
সর্বশেষ সংবাদ