ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানে আটক ৮জন জেলের কারাদন্ড
  • মনির হোসেন
  • ২০২০-১০-২২ ১৫:৩৮:২৬
ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে গতকাল ২২শে অক্টোবর কালুখালী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আটককৃত ৮ জন জেলেকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত -মাতৃকণ্ঠ।

চলমান ইলিশ রক্ষা অভিযানের ৯ম দিনে গতকাল ২২শে অক্টোবর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন পদ্মা নদীতে অভিযান চালিয়ে আটককৃত ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান, উদ্ধারকৃত ৮ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি জেলে নৌকা জব্দ করা হয়। 
  অভিযানে নেতৃত্ব দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কালুখালী থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। অভিযান শেষে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ