বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কার্যালয়ে গতকাল ৫ই অক্টোবর বিকেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের বিভাগীয় সংগঠক লাইলী নাহারের সভাপতিত্বে ও জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনির সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিভাগীয় সংগঠক এডঃ দেবাহুতি চক্রবর্তী, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মনিরা জাহান লিয়ন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহেদ আলী বিশ্বাস, অংকুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নায়ার সুলতানা, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার প্রামাণিক, আল্লাহ নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতী আমিরা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা।