রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভা ও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা গতকাল ৫ই অক্টোবর সন্ধ্যায় সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সজ্জনকান্দা বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলার কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রোস্তম মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান কমিটির সদস্য নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান, গোয়ালন্দ উপজেলার বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এডঃ এবিএম ছাত্তার, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সাবেক সিনিয়ার সহসভাপতি পৌর বিএনপি জাজিউর রহমান রাসেল, সাবেক উপজেলা যুবদলের সভাপতি মোঃ আবুবক্কার সিদ্দিক, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ইঞ্জিঃ মাহাবুব আলম শাহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার মৃধাসহ গোয়ালন্দ পৌর ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।