ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসডিসি শিক্ষাবৃত্তি প্রদান
  • সুজন কুমার বিষ্ণ
  • ২০২৪-১০-০৯ ১৫:৫০:০৩

 রাজবাড়ীতে ১০জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি দুই মাস পর পর ১হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দিচ্ছে সামাজিক সংগঠন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব(এসডিসি)। 

 গতকাল ৯ই অক্টোবর সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম কিস্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ খাইরুল ইসলাম।

 সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিন্থির সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক কে এম তাহছিন মুগ্ধর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, অংকুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজধরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনি বক্তব্য রাখেন।

 এ সময় সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি নাসির শফির সহধর্মিনী শাহানা নাসিম ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং সোনাকান্দর ডেভলপমেন্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরডিসি মোঃ খাইরুল ইসলাম বলেন, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত। রাজবাড়ীর বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা ও বিভিন্ন কার্যক্রম এই ক্লাব করে যাচ্ছে। আমি বিশ্বাস করি মন থেকে যারা এমন সামাজিক ও সাংস্কৃতিক ক্লাব এবং অঙ্গ সংগঠনের সাথে যুক্ত থাকে তারা কখনো খারাপ কাজের সাথে যুক্ত থাকতে পারে না। যারা এই ধরণের সংগঠনের সাথে যুক্ত থাকে তারা সবসময় ভালো কাজ করে এবং প্রতিটি কাজে সফল হয়। 

 অনুষ্ঠানে ১০জন শিক্ষার্থীকে অতিথিরা এসডিসি শিক্ষাবৃত্তির ঘোষণা করে তাদের হাতে সার্টিফিকেট ও ১ম কিস্তির ১হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ২০ জনকে সার্টিফিকেট দেওয়া হয়। 

 উল্লেখ্য, জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর ১০০জন শিক্ষার্থীরা এসডিসি শিক্ষা বৃত্তি প্রাপ্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩০জন শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। সেখান থেকে সেরা ১০জনকে প্রদান করা হয় এসডিসি’র শিক্ষা বৃত্তি। অবশিষ্ট ২০ জনকে দেওয়া হয় সার্টিফিকেট। ওই ১০জন মেধাবী শিক্ষার্থীকে দুই মাস অন্তর ১হাজার টাকা হারে বছরে সর্বমোট ৬০ হাজার টাকা প্রদান করা হবে বলে জানা গেছে।

 

ভারতের সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন করেছে---খৈয়ম
তাবলীগের সাথীদের হত্যাকান্ডের ঘটনায় রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ীর আদালতে জিপি পদে নিয়োগ পেলেন এডঃ শাহিদুল
সর্বশেষ সংবাদ