ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
দৌলতদিয়ার ৫-৬ নম্বর ফেরী ঘাটে পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১০-১০ ১৫:০২:০২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরী ঘাটে ভাঙ্গনরোধে জিও ব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ।

 গতকাল ১০ই অক্টোবর দুপুরে দৌলতদিয়া ৬নম্বর ফেরী ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে ভাঙ্গনরোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছে শ্রমিকরা।

 স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছরই দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় তীব্র ভাঙ্গন শুরু হয়। কিন্তু ঘাট আধুনিকায়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধু আশার বাণী দেয়। বর্তমানে দৌলতদিয়ার ৪টির মধ্যে মাত্র তিনটি ফেরী ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন বলেন, দৌলতদিয়ায় ৪টির মধ্যে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল আছে। ফেরী ঘাটে ভাঙ্গন প্রতিরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ।

 বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন বলেন, ভাঙ্গন ঠেকাতে দৌলতদিয়া ফেরী ঘাট ও দৌলতদিয়া লঞ্চ ঘাটে ১০ হাজার ব্যাগ জিওব্যাগ ফেলার কাজ গতকাল ১০ই অক্টোবর সকাল থেকে শুরু করেছে বিআইডব্লিউটিএ। জিওব্যাগ ফেলার সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাত্র সমাজের লোকজন ছিলো।

 তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ঘাটের বিভিন্ন ভাঙ্গন স্থানে ১০ হাজার ব্যাগ জিওব্যাগ ফেলা হবে।

 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ