ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা আঁখি গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১০-১৬ ১৫:২৩:৫৪

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শহীদ মিনার এলাকা থেকে গত ১৫ই অক্টোবর ৩০ পুরিয়া হেরোইনসহ আঁখি(২৫) নামে এক নারী মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছে। 

 গ্রেফতারকৃত আঁখি খুলনা জেলার তেরখাদা উপজেলার আদমপুর গ্রামের সুরুজ মুন্সির স্ত্রী। 

 গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আঁখি মাদক জোন হিসেবে পরিচিত দৌলতদিয়া যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটা নামক এলাকায় জনৈক ভানুর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিল। 

 গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ই অক্টোবর সন্ধ্যা পৌনে  ৭টার দিকে পোড়াভিটার পাশে দৌলতদিয়া শহীদ মিনার এলাকা হতে ৩০ পুরিয়া হেরোইনসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই অক্টোবর আঁখিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ