গতকাল ১৮ই মে দুপুরে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর, নবাবপুর ও বহরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে সরকারী নির্দেশনা মেনে ঈদ-উল-ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে এসব মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা প্রমুখ বক্তব্য রাখেন। ইউনিয়ন ৩টির ঈদগাহ কমিটির সভাপতি, সম্পাদক ও ইউপি সদস্যগণ সভাগুলোতে উপস্থিত ছিলেন।