ঢাকা বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-১০-২৩ ১৫:৩৮:৪৪

 তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ২৩শে অক্টোবর কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বক্তব্য রাখেন। 

 অন্যান্যদের মধ্যে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা তথ্য অফিসার রেখা, রাজবাড়ী জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ রেজাউল করিম, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ হাসিবুর রহমান, ডাঃ আবুল হোসেন কলেজের রোভার স্কাউটস’র শিক্ষক একেএম সাইফুল ইসলাম, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থী কারীনা আক্তার ও রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী সৌরভ হোসেন ইমনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 সভায় জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, একটি দেশের তরুণ প্রজন্মের ওপর সে দেশের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করে। কারণ তারাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। তাদের সৃজনশীল চিন্তাধারা এগিয়ে নেবে বাংলাদেশকে। তরুণদের মধ্যে আছে অজেয়কে জয় করার প্রত্যাশা। তারা স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে, স্বপ্নের সমান হবে আর স্বপ্নকে অতিক্রম করে গড়ে তুলবে বাংলাদেশকে। যুব তরুণরা যেটা করতে পারবে আমরা সেটা করতে পারবো না। কারণ তাদের চিন্তা আমাদের চিন্তা এক নয়। আবার এর পরের জেনারেশন আরো এগিয়ে যাবে। তরুণদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সংগঠনে অংশগ্রহণ করতে হবে। এতেও তরুণেরা আরো এগিয়ে যাবে। তবে তরুণদের সবমসময় পজিটিভ বিষয় নিয়ে ভাবতে হবে। নেগেটিভ বিষয় নিয়ে ভাবলে সবকিছু থেকে পিছিয়ে পড়তে হবে। তোমাদের ভবিষ্যৎ কিভাবে সুনিশ্চিত করা যায়, উজ্জল করা যায় সেটা নিয়ে আমরা ভাবছি। আবার তোমরা তোমাদের পরের প্রজন্মকে নিয়ে ভাববা। বর্তমান সময়ের প্রেক্ষিতে তরুণ ও যুব সমাজের প্রতি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

 
রাজবাড়ীতে হারানো ৬৪টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা
রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জলের বিরুদ্ধে তদন্ত শুরু
সর্বশেষ সংবাদ