বাংলাদেশ জামায়াতে ইসলামী রামকান্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ২৩শে অক্টোবর বিকেলে মাটিপাড়া বাজারে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রামকান্তপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের বাকিবিল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার বক্তব্য রাখেন।
রামকান্তপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল মান্নানের সঞ্চালনায় সম্মেলনে রাজবাড়ী সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারী মামুন ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই জোয়াদ্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে জামায়াতে ইসলামীর জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।