পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে রাজবাড়ী শহরের নতুন বাজার ও শহরের ভাজনচালায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৩শে অক্টোবর বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রতিষ্ঠান দুটিকে এ আর্থিক জরিমানা করেন।
প্রতিষ্ঠান দুটি হলো- ভাজনচালার গাউছিয়া স্টোর ও পুলিশ লাইন্স এলাকার কে.টি ড্রিমস শপ। এর মধ্যে গাউছিয়া সেটারকে ১হাজার টাকা ও কে.টি ড্রিমস শপকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।