রাজবাড়ীতে যোগদানের ৩দিনের মধ্যেই গতকাল ৬ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দৈনিক মাতৃকণ্ঠকে বলেন, রোগীরা অত্যন্ত অসহায় মুহুর্তে হাসপাতালে আসে। যারা হাসপাতালে আসে তারা অত্যন্ত করুন অবস্থাতে পরেই হাসপাতালে আসে সেবা নেওয়ার জন্য। সেবার পাশাপাশি সরকার বিনামূল্যে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছে। এক্সরে মেশিনসহ রোগ পরীক্ষা করার যে সকল মেশিন রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে কি না সেটি দেখতে এসেছিলাম। আমি সিভিল সার্জন ও চিকিৎসকদেরকে বলেছি হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা যেন সঠিক চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।