রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে গতকাল ৭ই নভেম্বর বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের পান্না চত্ত্বর ঘুরে ১নং রেলগেট হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এডভোকেট কামরুল আলম বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহীনুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেকসহ বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনের ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। এই পট পরিবর্তনে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ শক্তিশালী সত্তা লাভ করে। আজকের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে মুক্তির মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। মহান এই দিবস থেকে শিক্ষা নিয়েই আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি করার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।