ঢাকা রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
কুশাহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী ফরহাদ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-১২ ১৫:১৪:৩২

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় আগুনে পুড়ে নিঃস্ব ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়ালো সুদূর আমেরিকা প্রবাসী শিক্ষার্থী ফরহাদুল হক ফরহাদ। 
 গতকাল ১২ই এপ্রিল দুপুরে ফরহাদুল হক ফরহাদের পক্ষ থেকে অসহায় ইসলাম মোল্লাকে ঘর তৈরির কাজে ব্যবহৃত এক বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করা হয়। 
 ফরহাদুল হক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালি এলাকার মৃত রমজান মোল্লার ছেলে। তিনি ও তার সহধর্মিনী চলতি বছরের জানুয়ারী মাসে পড়াশোনার জন্য আমেরিকা যান।
 মুঠোফোনে তিনি জানান, কয়েকটি পত্রিকায় ও অনলাইনে ইসলাম মোল্লার বাড়ীতে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এরকম সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। সেজন্য তাকে একটু সহযোগিতা করার জন্য আমি সবেমাত্র চেষ্টা করেছি। ইনশাল্লাহ আল্লাহ তাকে হেফাজত করবেন। 
 উল্লেখ্য, গত ৮ই এপ্রিল রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম কুশাহাটার চরে ইসলাম মোল্লার ৩টি ঘর, ১২টি গরু, ১১ মণ ধান, রসুন, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ভস্মিভূত হয়।

 

দেশের সম্পদ জাটকা রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে---জেলা প্রশাসক
 কুশাহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী ফরহাদ
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে পদ থেকে অব্যহতি
সর্বশেষ সংবাদ