ঢাকা রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে পদ থেকে অব্যহতি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১২ ১৫:১৪:১৪

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
 গতকাল ১২ই এপ্রিল রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
 প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনকে দলীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।
 স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি।
 এ বিষয়ে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনকে দল থেকে অব্যহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের অব্যহতি পত্রের চিঠিটি আমি পেয়েছি।
 উল্লেখ্য, গত ৪ই এপ্রিল রাতে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত শহরের আজাদী ময়দানে অবস্থিত জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাংচুর করে। এ সংক্রান্ত একটি সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সিসি টিভি ফুটেজে দেখা যায় সাব্বিরের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আজাদী ময়দানে আরিফুল ইসলাম রোমানের অফিসের সামনে রাখা মোটর সাইকেল ভাংচুর করে। পরবর্তীতে সাব্বিরসহ আরও কয়েকজন রোমানের অফিসের দরজা ভেঙে অফিসের মধ্যে ঢুকে অফিসের চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।
 এ ঘটনার কিছুক্ষণ পরেই রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পার্কিং করা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের গাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
 গত ১৭ই মার্চ রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। ওই কমিটিতে ৫ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন সাব্বির হোসেন।

 

দেশের সম্পদ জাটকা রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে---জেলা প্রশাসক
 কুশাহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী ফরহাদ
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে পদ থেকে অব্যহতি
সর্বশেষ সংবাদ