ঢাকা রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
দেশের সম্পদ জাটকা রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে---জেলা প্রশাসক
  • রফিকুল ইসলাম
  • ২০২৫-০৪-১২ ১৫:১৪:৫৮

 ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে গতকাল ১২ই এপ্রিল সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা ও জেলেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা মৎস্য অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শুধু মৎস্য শিকার করে জীবনধারণ নয়, আপনাদের বিকল্প আয়ের উৎস ব্যবস্থা করতে হবে। তা না হলে কিন্তু জীবনযাত্রার মানোন্নয়ন হবে না। সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ভিজিএফ’র চাল, গাভী বিতরণ করা হয়। প্রান্তিক এ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলায় সরকারী ব্যবস্থাপনায় বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে টেকনিক্যাল প্রশিক্ষণ গ্রহণ করে নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। আজকের জাটকা, আগামীর ইলিশ। ইলিশ এ দেশের জাতীয় সম্পদ। দেশের সম্পদ রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে। 
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামছুদ্দিন ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
 পরে সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল অনুষ্ঠানের উপস্থিত শতাধিক জেলেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে শপথ বাক্য পাঠ করান। 
 শপথ ঃ আমি শপথ করছি যে, আমরা জাটকা ধরবো না, জাটকা বিক্রি করবো না, কাউকে ধরতে দিবো না, জাটকা খাবো না, জাটকা রক্ষায় বাংলাদেশ সরকারের যে সমস্ত আইন রয়েছে তা মেনে চলবো।

 

দেশের সম্পদ জাটকা রক্ষার্থে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে---জেলা প্রশাসক
 কুশাহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী ফরহাদ
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে পদ থেকে অব্যহতি
সর্বশেষ সংবাদ