ঢাকা রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার সোনাপুরে ইউপি বিএনপির জনসভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১২ ১৫:১১:১৪

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুরে জনসভা করেন আগামী সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন খান।
 গতকাল ১২ই এপ্রিল বিকালে সোনাপুরে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ মাঠে নবাবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সমর্থনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
 নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
 আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহমুদুল হক রোজেন, সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম মাইনুল হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদলের সদস্য খোন্দকার শফিকুল আযম শিবলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল হোসেন, বালিয়াকান্দি জিয়া মঞ্চের সভাপতি নান্নু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 এমাস সীড এন্ড এগ্রো লিমিটেডের উদ্যোগে বসন্তপুরে পেঁয়াজ চাষের মাঠ দিবস অনুষ্ঠিত
রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
পাংশায় মুজিব নগর গ্রামের নাম জিয়ানগর করায় বিএনপি সমর্থকদের বাড়ীতে হামলা
সর্বশেষ সংবাদ