রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও অস্ত্রধারী সন্ত্রাসী আকমল হোসেন টিক্কার বিরুদ্ধে বিএনপির কর্মী সমর্থকদের বসত বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
গত ৯ই এপ্রিল গভীর রাতে কসবামাজাইল ইউনিয়নের পারকুল এলাকার একাধিক বিএনপির কর্মী সমর্থকদের বাড়ীতে হামলা ও লুটপাট চালানো হয়।
অভিযুক্ত আকমল হোসেন টিক্কা পাংশা উপজেলার সন্ত্রাসী টিক্কা বাহিনীর প্রধান ও কসবামাজাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীরা হলো- ইউনিয়নের পারকুল গ্রামের মৃত মোঃ চেনিরদ্দিন বিশ্বাস ছেলে ইজাহার বিস্বাস(৪৫), একই এলাকার মৃত ইবাদত মোল্লার ছেলে মনিরুদ্দিন মোল্লা(৩৫), ইসরাইল মোল্লার ছেলে শহিদুল মোল্লা(৪৫), দড়ি বাংলাট(জিয়া নগর) গ্রামের মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে সাত্তার মন্ডল(৪২) সহ আরও বেশ কয়েকজন।
স্থানীয় সুত্রে জানা যায়, সরকার পতনের পর কসবামাজাইল ইউনিয়নের একটি গ্রামের নাম মুজিব নগর থেকে জিয়া নগর করায় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতে বিএনপি সমর্থককারী ১০টি বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ীর আসবাবপত্র ভাংচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী ইজাহার বিশ্বাস বলেন, আমি কৃষি কাজ করি, রাজনীতি করি না। তবে বিএনপির সমর্থক। আমার বাড়ী ফাঁকা জায়গায় পেয়ে মাঝ রাতে টিক্কা বাহিনী এসে ভাংচুর করেছে। আমার দোকানের মালামাল নিয়ে গেছে। এখন শুনছি আবারও আমাদের মারবে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। টিনের বেড়ায় শব্দ শুনে ঘুম ভাঙ্গে। কোন উপায় না পেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে মাঠের মধ্যে পালাই। আমি কয়েকদিন পরে বিদেশ যাবো সেই টাকা নিয়ে গেছে হামলাকারীরা।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আকমল হোসেন টিক্কার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নাই।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহম্মদ সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে একটা লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।