ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সাধুখালী ননী গোপাল রায়ের বাড়ীর তিন দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১০ ১৪:৪৭:২২

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী ননী গোপাল রায়ের বাড়ীতে ৩ দিনব্যাপী নামযজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে।

 গত ৮ই নভেম্বর থেকে শুরু হওয়া এই নামযজ্ঞানুষ্ঠান গতকাল ১০ই নভেম্বর সমাপ্ত হয়।

 নামযজ্ঞানুষ্ঠানে নামকীর্তন পরিবেশন করেন খুলনার শ্রী কৃষ্ণভক্ত সম্প্রদায়(সঞ্জয় গাইন), মাদারীপুরের শ্রীমান মহাপ্রভু সম্প্রদায়(স্বপন বড়াল, কুষ্টিয়ার শ্রী শচীনন্দন সম্প্রদায়(সুমন চক্রবর্তী), গোপালগঞ্জের শ্রী আদিরামকৃষ্ণ সম্প্রদায় (অমলেন্দু বিশ্বাস বাগেরহাট), শ্রী দিপুশ্রী সম্প্রদায়(দিপুশ্রী বালা) ও রাজবাড়ীর(শ্রী চন্দ্রাবলী সম্প্রদায় (মঞ্জু রাণী রায়)।

 নামযজ্ঞানুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকা ডায়াবেটিস ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ এবং রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অপূর্ব রায় বলেন, কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন। এই উদ্দেশ্য বাস্তবায়নে জগৎ সংসার ও জীবাত্মার শান্তি কামনায় সাধুখালীতে আমার স্বর্গীয় পিতা ননী গোপাল রায়ের বাড়ীতে এই আয়োজন করেছি। প্রতিবারের মতো এবারও ভক্তবৃন্দের ঢল নেমেছে।

 
রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ