নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ীতে গঠিত বিশেষ টাস্কফোর্স টিমের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১০ই নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কোলারহাট বাজারে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ টিমের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারের চন্দ স্টোরকে ১ হাজার টাকা, রিপন স্টোরকে ৩ হাজার টাকা ও মন্ডল কৃষি ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।