রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তাছলিমা(৩৫) ও গোয়ালন্দ উপজেলার শহীদ মোল্লা(৪৪) দুই ক্লুলেস এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ।
একই সাথে এ দুই হত্যাকান্ডের সাথে জড়িত ৪জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা ম্যাজিস্ট্রেটের কাছে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গতকাল ১০ই নভেম্বর সন্ধ্যায় এক নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
শহীদ হত্যাকান্ডের গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে শাকিল খান(২৫) ও গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকার হালিম খানের ছেলে হাসিবুল হাসান(২২)।
নিহত শহীদ মোল্লা পাবনা জেলার আমিনপুর থানার বড় দুর্গাপুর গ্রামের কানাই মোল্লার ছেলে।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জানান, শহীদ মোল্লা সর্বহারা গ্রুপের সদস্য ছিল। তার বাড়ী পাবনা জেলার আমনিপুর থানা এলাকায়। তার বিরুদ্ধে ৩ টি হত্যা মামলাসহ ৫টি মামলা চলমান আছ। মূলত নদী কেন্দ্রীক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এই হত্যাকান্ড সংঘটিত হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৩ই জুলাই বিকেলে অজ্ঞাত একদল দুর্বৃত্ত শহীদ মোল্লাকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতবরপাড়া এলাকার নির্জন এক মেহগনি বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তারা শহীদ মোল্লাকে কাঠের বাটাম দিয়ে বেদম পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে মারাত্মক আহত অবস্থায় শহিদকে ওই দিন বিকেল ৫টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে তাকে ফেলে রেখে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকান্ডে জড়িত ২জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়ছে। গ্রেপ্তারকৃত আসামী শাকিল খান হত্যাকান্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তমিূলক জবানবন্দী প্রদান করছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
অপরদিকে, গত ২৫শে অক্টোবর কালুখালী উপজেলার মোহনপুর বিল সংলগ্ন ধানক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সংক্রান্তে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়। মামলার ঘটনা তদন্তে থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একাধিক টিম মাঠে নামে।
মামলা তদন্তের একপর্যায়ে গত ৮ই নভেম্বর ওই বিল সংলগ্ন ধানক্ষেত থেকে ১টি ভ্যানিটি ব্যাগ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য জিনিস পাওয়া যায়। প্রাপ্ত জিনিসপত্র বিশ্লেষন করে জানা যায়, এগুলো ধানক্ষেতে পড়ে থাকা অজ্ঞাতনামা মৃত ওই মহিলার। পরে মহিলার পরিচয় শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে তাছলিমার পিতা বাদী হয়ে গত ৯ই নভেম্বর কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে তথ্য-উপাত্ত, তথ্য-প্রযুক্তি বিশ্লেষণপূর্বক জেলা গোয়েন্দা শাখা ও কালুখালী থানার ১টি যৌথ টিম অভিযান চালিয়ে পাংশা থানা এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাদুলিয়া গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মোনসের মন্ডল(৩৮) ও একই উপজেলার গোনাবাড়ি বনগ্রাম এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে আমিন মিয়া(৩৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম তাছলিমা(৩০) এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৮ই অক্টোবর টাঙ্গাইল থেকে তাকে পাংশায় ডেকে নিয়ে এসে ৩জন মিলে তাকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে মরদেহ গুম করে।
নিহত তাছলিমা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের মোঃ দুদু তালুকদারের মেয়ে। ১০ বছর আগে তাসলিমার বিয়ে হয়। ৫/৬ বছর আগে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়।
গ্রেপ্তারকৃত আসামী আমিন ও মোনছেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে আমিন মিয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে এবং মোনছেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।