ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশায় কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১১-১১ ১৪:৫০:৫৩

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ গত ১০ই নভেম্বর রাতে পাংশা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 জানা যায়, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোষ কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, পাংশা পৌরসভার প্রাক্তন প্যানেল চেয়ারম্যান ও পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটির সদস্য ডাঃ ধীরেন্দ্রনাথ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি ও পরিষদের বর্তমান আহবায়ক কমিটির সদস্য নির্মল কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সদস্য নিতাই দত্তের সমন্বয়ে পরিষদের প্রতিনিধিদল রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত কাত্যায়নী পূজা মন্ডপ পরিদর্শন করেন।

 পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রথমে মাছপাড়া ইউপির মথুরাপুর ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির এরপর পর্যায়ক্রমে সরিষা ইউপির নাওরা বনগ্রাম সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, পূর্ব প্রেমটিয়া ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, মৌরাট ইউপির মৌরাট ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, পাংশা পৌরসভার মৈশালা ঋষিপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, সত্যজিৎপুর সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির, সত্যজিৎপুর সার্বজনীন আদি কাত্যায়নী পূজা মন্দির ও সত্যজিৎপুর নতুন পাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। আগের দিন রাতে পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিধান কুমার বিশ্বাসসহ স্থানীয়রা কলিমহর ইউপির মাশালিয়া সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দির পরিদর্শন করেন।

 পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মন্দির কমিটির হাতে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন। সরকারীভাবে প্রত্যেক পূজা মন্ডপের জন্য ৫শত কেজি করে জিআর চাল বরাদ্দ হয়েছে বলে সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দকে অবহিত করে তা উত্তোলনের জন্য ফরম প্রদানসহ সার্বিক পরামর্শ প্রদান করেন তারা।

 নির্ভরযোগ্য সূত্র জানায়, এ বছর প্রথমবারের মতো সত্যজিৎপুর নতুন পাড়ায় সার্বজনীন কাত্যায়নী পূজা মন্দিরে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হলো। গত ৭ই নভেম্বর শুভষষ্ঠি, ৮ই নভেম্বর মহাসপ্তমী, ৯ই নভেম্বর মহাঅষ্টমী ১০ই নভেম্বর মহানবমী ও গতকাল ১১ই নভেম্বর মহাবিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মোট ৯টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজা উৎসব সম্পন্ন হয়।

 কাত্যায়নী পূজা উৎসব উপলক্ষে পূজা মন্ডপে আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়। মন্দিরের আশে পাশে বিভিন্ন দোকান পাট বসে। শান্তিপূর্ণভাবে এবং উৎসব মূখর পরিবেশে সনাতন ধর্মীয় লোকজন কাত্যায়নী পূজা উৎসব উপভোগ করেন।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ