ঢাকা সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
গোয়ালন্দে আওয়ামী লীগ নেতা মোকছেদ বিশ্বাসের ইন্তেকাল
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১১-১৩ ১৪:০৯:১৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমড়াকান্দি ইমামবাড়ী দরবার শরীফের সভাপতি মোকছেদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গত ১২ই নভেম্বর বেলা আড়াইটায় ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক দলীয় সহকর্মী ও পীর ভাইবোন রেখে যান।

গতকাল ১৩ই নভেম্বর সকাল ১০ টায় নামাজে জানাজা শেষে তাকে পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। 

তার মৃত্যুতে গোয়ালন্দ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও কুমড়াকান্দি ইমামবাড়ি দরবার শরীফ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 

সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে------জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে আহতদের তালিকা যাচাই বাছাইকরণ সভা অনুষ্ঠিত
রাজবাড়ীতে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ