রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালুখালী উপজেলায় এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই নভেম্বর ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচী ২০২৪-২০২৫ এর আওতায় কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাগজানা উচ্চ বিদ্যালয় মাঠে এ এ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
খাগজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা পারভীন, আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দিনব্যাপী খেলাধুলায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
খেলায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় ২৩ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।