রাজবাড়ী জেলার পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে সভায় পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, পাংশা শাহ জুঁই (রঃ) কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুর রব, পাংশা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দপ্তরের সহকারী প্রোগ্রামার তপু কুমার দেবনাথ, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাংশা বাজারের মধ্যে দিনের বেলায় ট্রাক প্রবেশ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি মাসেই জুলাই-২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের স্মরণ সভার অয়োজন করা হবে। সমন্বিত প্রচেষ্টায় পাংশার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাসহ উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাংশা মডেল থানার ওসি মোঃ সালাউদ্দিন বলেন, অপরাধ প্রবণতা রোধে পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব এলাকায় অপরাধ প্রবণতা বেশি সেখানে রাতের বেলায় পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সমন্বয়ে উপজেলার মধ্যে সকল বিট পুলিশিং কার্যালয়ে জনসচেতনতা মূলক সভা করা হচ্ছে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দুর্বৃত্তদের অবস্থান সম্পর্কে গোপনে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি।
পাংশা বাজারের মধ্যে যানজট নিরসন, বিভিন্ন স্থানে চুরি-ছিনতাইসহ অপরাধ প্রবণতা রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর নতুন পরিচালনা কমিটি গঠনসহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়াদি প্রসঙ্গে সভায় আলোচনা করা হয়।
পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নূরুল ইসলাম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।