ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১১-২৮ ১৪:২৮:৩৩

 রাজবাড়ী সদর উপজেলার বেসরকারী সংগঠন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে গতকাল ২৮শে নভেম্বর বিকেলে কালেক্টরেটের সম্মেলন কক্ষে “কেমন রাজবাড়ী চাই, সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বক্তব্য রাখেন।

 সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে তাহসিন আহম্মেদ মুগ্ধ, হুসাইন মাহমুদ, তাহসিন বিন আতিয়ার তামিম, আরাফাত, আব্দুল রবিন, রিয়ান ইসলাম, মোছাঃ মিম খাতুন, সাবিয়াত ইসলাম, রিফাত মাহমুদ, রাফিন মোল্লা, হাফিজুল ইসলাম, মোহনা খন্দকার সেজুতি ও মাহফুজুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক তাহসিন আহম্মেদ মুগ্ধ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 এতে স্বাগত বক্তব্য দেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহানা জাহান মিমি।

 মতবিনিময় সভায় সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যরা ‘কেমন রাজবাড়ী চাই’ সে বিষয়ে তাদের বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। 

 এ সময় তারা রেলগেটে যানজট নিরসন, ট্রাফিকদের অসচেতনতা,  ফুটপাতে দোকানের মালামাল রেখে পথচারীদের চলাচলে অসুবিধা, পার্কিং এর ব্যবস্থা না থাকা, পৌর এলাকার রাস্তা সংস্কার, রাস্তার বেহাল দশা, চিকিৎসা ব্যবস্থার উন্নতি, বিনোদন কেন্দ্র করা, লক্ষীকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, রাজবাড়ী শহরের বিশেষ বিশেষ জায়গায় পাবলিক টয়লেট স্থাপন, ডাস্টবিন স্থাপন, পদ্মা নদীর গোদার বাজার অংশে দর্শনীয় স্থান বানানো, পৌরসভার পানি, সুইমিং পুল চালু করা, খেলাধুলার বিষয়, ক্রীড়া সংস্থার নেতৃত্ব, বাসভাড়া কমানোর দাবী ও কমিউনিটি ক্লিনিকে ঔষধ সরবরাহের বিষয়ে আলোকপাত করেন।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজকে সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ‘কেমন রাজবাড়ী চাই, সমৃদ্ধ রাজবাড়ী গড়তে যুবক ও শিশুদের অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভায় যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আমরা ইতিমধ্যে নজর দিয়েছি। তার মধ্যে গোদার বাজারকে পর্যটন স্পট করার জন্য আমি এরই মধ্যে মন্ত্রণালয়ে একটি প্রজেক্ট পাঠিয়ে দিয়েছি। আমাদের রাজবাড়ীতে বিনোদন কেন্দ্র নেই। আমরা বিনোদন কেন্দ্র করার বিষয়ে নজর দিয়েছে। বিশেষ করে ভবদিয়াতে ডাঃ আবুল হোসেনের ট্রাস্টি রয়েছে সেখানে একটি জাদুঘর করার পরিকল্পনা করেছি। এছাড়াও গোদারবাজার পর্যটন স্পটে ওয়াশ রুম ও ফেরীঘাটে একটি ওয়াশরুম করার প্রপোজাল আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। রেলের মাঠে মার্কেট নির্মাণের কথা উঠেছে। রাজবাড়ী শহরে বিনোদনের জন্য কোন মাঠ নেই। শুধু এই একটি মাত্র মাঠ রয়েছে। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে, কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, জাতীয় দিবস গুলো ওই মাঠে পালন করা হয়। আমি এ বিষয় গুলো মন্ত্রণালয়কে জানিয়েছি ও বৈষম্য বিরোধী ছাত্ররা রেলের মাঠে মার্কেট নির্মাণ না করার জন্য স্মারকলিপি দিয়েছিলো সেটিও আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। রাজবাড়ী শিশু পার্কের অবস্থা খুবই নাজুক। শিশু পার্কের উন্নয়নের জন্য প্রপোজাল পাঠিয়েছি।

 এছাড়াও পৌর এলাকার সড়ক সংস্কারের জন্য একনেকে একটি প্রকল্প পাশ হয়েছে। হয়তো ডিসেম্বর অথবা জানুয়ারীতে সেটির অর্থ পাওয়া যাবে। এছাড়াও কমিউনিটি ক্লিনিকে ঔষধ না থাকার বিষয়টি সিভিল সার্জনকে জানানো হবে। আসলে সব সমস্যাগুলো একবারে সমাধান করা সম্ভব না। স্টেপ বাই স্টেপ সকল সমস্যা গুলো সমাধানের চেষ্টা করা হবে।

 জেলা প্রশাসক আরও বলেন,  আমাদের দেশে চ্যালেঞ্জেস থাকবে। এই চ্যালেঞ্জেসগুলো অপরচুনিটিতে নিয়ে যেতে হবে। আমরা সকলে মিলে একসাথে কাজ করলে আমরা এগিয়ে যেতে পারবো। রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে রূপ দিতে পারবো। আমার সবাই মিলে একসাথে আমাদের যেই লক্ষ্যটা আছে সেই লক্ষ্যে কাজ করবো। আমি চেষ্টা করবো যতদূর কাজ করা যায়। একটি মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

 
রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ