ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
সম্মিলিত প্রচেষ্টায় পাংশা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে-------জেলা প্রশাসক
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১১-২৮ ১৪:৩৫:৩২

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল ২৮শে নভেম্বর দিনভর পাংশা উপজেলায় ব্যস্ত সময় পার করেন।

 পূর্ব নির্ধারিত সফর মোতাবেক সকাল সাড়ে ১০টার দিকে তিনি পাংশা উপজেলা পরিষদ চত্বরে পৌঁছিলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
 অভ্যর্থনার পর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার সফর কর্মসূচির শুরুতেই পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
 মতবিনিময় সভায় তিনি বলেন, আমাদের শিক্ষার দিকটা নতুন করে-সুন্দর করে সাজাতে হবে। দেশের সম্পদ বলতে আমরা মানব সম্পদকে বুঝি। দেশের মানুষের দু’টি হাত আমাদের সম্পদ। মানব সম্পদকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শিক্ষাক্ষেত্রে আমরা পার্সেন্টেজে বিশ্বাস করি না। পাসের ক্ষেত্রে কত পারসেন্টেজ, গোল্ডেন, গোল্ডেন এ+ পাওয়া বড় কথা নয়। শিক্ষায় যদি মোরালিটি না থাকে, ভেলুজ না থাকে শুধু বই পড়া খাইয়ে তাকে যোগ্য নাগরিক হিসেবে, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়।
 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। বিদ্যালয় পরিদর্শনকালে গাড়ীতে ক্রীড়া সামগ্রী নিয়ে শিক্ষার্থীদের হাতে দেওয়ার পরামর্শ প্রদান করেন তিনি। বই পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যম বাস্তব জীবনের সংগ্রাম- আনন্দকে উপভোগ করার ক্ষেত্রে উৎসাহ যোগাতে হবে। তারা যেন মোবাইল ফোনে আসক্ত না হয় তার জন্য অভিভাবকসহ শিক্ষকদের আরো সতর্ক হতে হবে।
 তিনি বলেন, অপচয় হয় এমন প্রকল্প গ্রহণ করা যাবে না। আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে এটা বুঝতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল দপ্তরে সেবা প্রত্যাশীদের আন্তরিকতার সাথে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। আমরা নিজেরা সুন্দর থাকব, নিজেরা ভালো থাকব, সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব।
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, পাংশা এলাকা একটি সমৃদ্ধ ও উন্নত এলাকা। সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে এবং যেসব চ্যালেঞ্জ আছে সবাইকে সাথে নিয়ে আমরা তা মোকাবেলা করব। 
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ এবাদত হোসেন, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ খোয়াজুর রহমান, পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শাহনেওয়াজ, পাংশা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পৃথ্বিজ কুমার দাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
 পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালসহ পাংশা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 এরপর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৫জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
 এরপর পর্যায়ক্রমে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী ভবন, পাংশা উপজেলা ক্রীড়া সংস্থা ভবন, নির্মানাধীন গড়াই সেতুর অগ্রগতি এবং সেখানকার ভূমি অধিগ্রহণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ