রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ২৯শে নভেম্বর বিকাল ৪টার দিকে প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে সহজ শর্তে কর্জ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস. এম মতিউর রহমান জুয়েল।
এরআগে লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পাশে কেওয়াগ্রামে প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। প্রান্তিক জনকল্যাণ সংস্থার সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আনোয়ারুজ্জামানের অনুপস্থিতিতে তার পক্ষে সংস্থার প্রধান উপদেষ্টা এস. এম মতিউর রহমান জুয়েল প্রান্তিক জনকল্যাণ সংস্থার আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বলে তিনি উল্লেখ করেন।
লুৎফর রহমান মেমেরিয়াল রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রান্তিক কৃষকের মাঝে সহজ শর্তে কর্জ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সংস্থার প্রধান উপদেষ্টা এসএম মতিউর রহমান জুয়েল বলেন, কয়েক বছর ধরে প্রান্তিক জনকল্যাণ সংস্থা পাংশা, কালুখালী, বালিয়াকান্দি তথা রাজবাড়ীসহ পার্শ্ববর্তী জেলাসমূহে জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমে সাধারণ মানুষ আর্থসামাজিক উন্নয়নে উপকৃত হচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রান্তিক কৃষকের মাঝে সহজ শর্তে ঋণের টাকা বিতরণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি বলেন, ফান্ড বাড়লে শুধু ক্ষুদ্র কৃষক বা চাষীদের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও সহজ শর্তে ঋণ বিতরণ করা যেতে পারে। ক্ষুদ্র মৎস্যজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র কর্মজীবী মানুষের মাঝে ঋণ বিতরণ কর্মসূচির আওতা বাড়ানোর পরামর্শ প্রদান করেন তিনি।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহসভাপতি মহিবুর রহমান হীরার সভাপতিত্বে এবং লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেনের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ মোঃ রুহুল কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কাইয়ুম, কৃষি বিষয়ক সম্পাদক শাহ মোঃ ফজলুল হক প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেওয়াগ্রাম জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ জাফর উল্লাহ।
প্রান্তিক জনকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য ও নিউজিল্যান্ড প্রবাসী মসলেম উদ্দিন খান, সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিলন, সমাজ সেবা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এস. এম ফরিদ আহমেদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।