রাজবাড়ী শহরের বিনোদপুর নতুনপাড়া যুব সংঘের আয়োজনে নিজস্ব মাঠে অভ্যন্তরীণ ফুটবল লীগের ফাইনাল খেলা গত ২৯শে নভেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে।
নতুনপাড়া যুব সংঘের সভাপতি আবু দাউদ কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও আকবর খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর খান বক্তব্য রাখেন।
এছাড়া নতুন পাড়া যুব সংঘের উপদেষ্টা আলমগীর আল মামুন, ফজলুল হক আবু, সহ-সভাপতি আঃ মান্নান, আব্দুস সামাদ রাসেদ, সাধারণ সম্পাদক গাজী ইকবাল পলাশ ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম খান বক্তব্য রাখেন। এ সময় নতুন পাড়া যুব সংঘ কমিটির সদস্য ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাইনালে নতুনপাড়া ইউনাইটেড ক্লাব ও নতুনপাড়া কিংস একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিতভাবে খেলা শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ট্রাইব্রেকারে নতুনপাড়া কিংস ২-১ গোলে নতুনপাড়া ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আকবর খান বলেন, নতুন পাড়া যুব সংঘ এতো সুন্দর আয়োজন করায় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফুটবল বাঙালিদের প্রিয় খেলা। এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। শীতের সময় রাতের বেলা দূর-দূরান্ত থেকে ফাইনাল খেলায় যে পরিমাণ দর্শক এসেছে তা সত্যি অবাক করার মতো বিষয়। মাদকের কারণে আজ যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত থাকার পাশাপাশি ক্রীড়ামুখী সৃজনশীল কার্যক্রমে যুক্ত থাকার মাধ্যমেই মেধার বিকাশ সম্ভব। এই নতুন পাড়া মাঠ থেকে এমন খেলোয়াড় জন্ম নিবে যে জাতীয় টিমে খেলে রাজবাড়ীর মুখ আলোকিত করবে।
এরপর অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন।