ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবীতে পাংশায় তাওহীদি জনতার বিক্ষোভ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৬ ১৪:১০:৫৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা উলামা পরিষদ ও তাওহীদি জনতা’র আয়োজনে গতকাল ৬ই ডিসেম্বর জুম্মার নামাজের পর “ইসকন” সংগঠন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ইসকন কর্তৃক বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশ উপ-হাই কমিশন কার্যালয়ে হামলা-ভাংচুর ও মুসলিম আইনজীবী হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 জানা যায়, গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে ব্যানার ও ফেস্টুনসহকারে মুসলিম জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে পাংশা পৌরসভা চত্বরে সমবেত হন। সেখান থেকে একযোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। পাংশা বাজারের মধ্য দিয়ে প্রধান সড়ক হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে পাংশা শাহ জুঁই(রঃ) কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পুইজোর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ সাঈদ আহমেদ, হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক, আজিজপুর রশিদীয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ ইয়াছিন আলী বিশ্বাস, পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আলিমুজ্জামান, চরঝিকরী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কমিশনার ইউসুফ হোসেন মন্ডল, মাওলানা মোঃ রবিউল ইসলাম, হাফেজ মোঃ আব্দুল্লাহ ও মোঃ আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য রাখেন।

 সমাবেশে বক্তারা ইসকন ও ভারতের কর্মকান্ডের সমালোচনা করেন। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন।

 
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ