ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
আওয়ামী ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেয়া হবে না----এনডিএম মহাসচিব
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৬ ১৪:১১:৫৮

 আওয়ামী ফ্যাসিবাদকে আর ফিরে আসতে দেওয়া হবে না জানিয়ে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম) এর মহাসচিব মোমিনুল আমিন বলেন, গত সাড়ে ১৫ বছর আমরা জেল-জুলুম, নির্যাতন সহ্য করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বক্রিয় ছিলাম। পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতে বসে দেশে সাম্প্রদায়িক উষ্কানি দেবার ষড়যন্ত্র করছে। আমরা কথা দিচ্ছি এদেশে আর কখনো আওয়ামী ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না।

 গতকাল ৬ই ডিসেম্বর বিকালে রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় সাংগঠনিক সফরে এসে উঠান বৈঠকে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

 বালিয়াকান্দি উপজেলা এনডিএমের সমন্বয়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে তিনি বলেন, ‘এনডিএম এর প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় সফর করেছেন। তার গাড়ী বহরে বিনা ভোটের লুটেরা এমপি জিল্লুল হাকিম গতবছর নৃশংস হামলা চালিয়েছিল।

 তিনি কথা দেন, রাজবাড়ী-২ আসনের জনগণের সেবায় এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে তিনি আজীবন লড়াই করে যাবেন।

 তিনি আরও বলেন, “বিএনপিসহ ফ্যাসিবাদ বিরোধী তারা সকল রাজনৈতিক দল আগামীতে জাতীয় সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।” ২৪ এর গণঅভ্যুথানের প্রত্যাশাকে ধারণ করে তারা এক নতুন বাংলাদেশ গড়তে চান। জাতীয় সংসদে গিয়ে বালিয়াকান্দি, পাংশা ও কালুখালীর জনগণের পক্ষে কথা বলার জন্য তিনি এখানকার সাধারণ মানুষের দোয়া প্রার্থী। 

 উঠান বৈঠকে এনডিএম এর যুব বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম, দলটির সহযোগী সংগঠন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আদনান সানি, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল ও বালিয়াকান্দি উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশান মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে বড়দিন উদযাপন
রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলন ও জনসভা অনুষ্ঠিত
চাঁদপুরে নিহত জাহাজ মাস্টার কিবরিয়া ও সবুজ  হত্যার জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী পরিবারের
সর্বশেষ সংবাদ